ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারী সকাল ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বনার্ঢ্য র্র্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, গৌরীপুর প্রসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলার আব্দুর রউফ মোস্তকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি ইউসুফ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, বীর মু্ক্তিয়োদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।
পরে নতুন কমিটির সদস্যদের পরিচয় অনুষ্ঠানে পরিচয় করানো হয়। এই অনুষ্টানে জাতীয় ভাবে সঙ্গীতে লাব্বিবা ইসলাম রুদিতা প্রেসিডেন্ট পুরস্কার ও কৃষিতে আবুল ফজল বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির
আপনার মতামত লিখুন :