লক্ষ্মীপুরের কমলনগরে ইস্রাফিল (২০) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত ইস্রাফিল একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি স্থানীয় মুসল্লিদের চোখে পড়ে৷ পাশেই হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরাও তাৎক্ষণিক ঘটনাস্থল উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ