লক্ষ্মীপুরে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
পুলিশ সুপার বলেন, সবাই মিলে চাইলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। তাই সুবিধাবঞ্চিত অসহায় ও দিনমজুর যেন শীতে কষ্ট না পায় সেজন্য এ সামান্য সহযোগীতা দেয়া হলো। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এইসময় উপস্থিত ছিলেন, সদর সার্কেল সোহেল রানা, ডিআই ওয়ান আজিজুর রহমান,সদর থানা মোসলে উদ্দিন, ও বিভিন্ন থানার কর্মকর্তারা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ