ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ৩টার সময় হরিপুর উপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের রণহাট্রা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশন।গরীব অসহায় অবহেলিত ও শীতার্তদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রত্যাশা ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি-মো.তোফায়েল হোসেন, সম্পাদক মো. তুহিন তুষার, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি,সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং সকল কার্যকারী সদস্য বৃন্দ।
সংগঠনের সভাপতি-মো.তোফায়েল হোসেন আরো জানান, উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। আমরা প্রায় এক যুগ ধরে সমাজ পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন।
পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ