নীলফামারীর ডোমার উপজেলায় অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এতে দুই হোটেল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ই জানুয়ারী) সকালে ডোমার বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামছুল আলম।
অভিযানের সময় খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে বাসস্ট্যান্ড এলাকার আলম হোটেল ও রেস্টুরেন্টের মালিককে ১৫ হাজার টাকা এবং ডোমার বাজার রেলগেটের জান্নাত হোটেলের মালিককে ২ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া অভিযানে ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :