গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার প্রাইম স্টার একাডেমি এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন ‘কবি সুকান্ত স্মৃতি সংসদ’ কর্তৃক মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ পুরস্কারে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকাল ৪:৩০ মিনিটে ঢাকার ওপেনার সলিউশন ৪৫, প্রবাল টাওয়ার নামক স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনের সভাপতিত্বে ও প্রেম সাগর মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কবি সুকান্ত স্মৃতি সংসদ এর সভাপতি হিসেবে কাজী জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে প্রেম সাগর মিলন দায়িত্ব পালন করছেন।
এখানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, কবি সুকান্ত স্মৃতি সংসদ এর সভাপতি কাজী জালাল উদ্দিন, দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকমন্ডলী।
পত্রিকা একাত্তর/ সাখাউয়াত হোসেন