patrika71
ঢাকাবৃহস্পতিবার - ৫ জানুয়ারি ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা

জেলা প্রতিনিধি, নড়াইল
জানুয়ারি ৫, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে শীতে যেন যবুথবু অবস্থা। গত ৩দিন ধরে শীত ও কুয়াশায় সুর্যের দেখা মিলছে না। শহর ও গ্রামের সড়ক যেন অনেকটাই ফাঁকা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

একটু উষ্ণতা পেতে অনেকেই আগুন জালাচ্ছেন। শীতে শ্রমজীবি মানষের কষ্ট বেড়েছে। বোরো চাষীদের চারা রোপন ব্যহত হচ্ছে।

কামাল প্রতাপ গ্রামের শরিফুল ইসলাম বলেন, আমার জীবনে এমন শীত আগে দেখিনি।

চাঁচড়া গ্রামের কাইদুল বিশ্বাস বলেন, এখন আমাদের বোরো ধান আবাদের সিজন কিন্তু এই ঠান্ডায় আবাদ করতে পাররছিনা। এতে করে ফসলের ক্ষতি হবে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু