শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারী চালিত অটো ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে রাব্বী মিয়া(৭)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ জানুয়ারী বুধবার সকাল ১১ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামে গত দু’দিন আগে রাব্বি তার দাদীর সঙ্গে আত্মীয়র বাড়ীতে বেড়াতে আসে।
বুধবার সকাল ১১ঘটিকার দিকে উপজেলার কাপাসিয়া গ্রামের ষ্টিল ব্রীজ সংলগ্ন সড়কে জনৈক ময়নাল মিয়ার ভ্যানের চাকায় পিষ্ট হলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহত শিশু রাব্বিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রাব্বি উপজেলার বুরুঙ্গা গ্রামের দিন মুজুর রফিকুল ইসলামের ছেলে। শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ মামলা না করায় শিশুটির লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু হেলাল