লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শীতার্থ মানুষের মাঝে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। দিনভর ওই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া, বড়খাতা, সিঙ্গীমারী, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী ও হাতীবান্ধা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময়ে তিনি বলেন শেখ হাসিনা আপনাদের পদ্মা সেতু দিয়েছে, মেট্রো রেল দিয়েছে, আগামীতে সরকার গঠন করে, আপনাদের স্মার্ট বাংলাদেশ উপহার দিবেন। শেখ হাসিনার জন্য দোয়া চাই,আওয়ামীগের জন্য দোয়া চাই। আমি আপনাদের নেতা নয় শীতের কাথা হয়ে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রধানশিক্ষক জনাব আতাউর রহমান, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলিজা ইয়াসমিন, জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য মোছাঃ মর্জিনা বেগম, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সম্পাদক সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান