দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, শীতার্ত মানুষের পাশে মানবিক কারণে আমাদের দাঁড়াতে হবে। শীতার্ত মানুষকে কষ্টে রেখে কোনো সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আসুন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।
৩ জানুয়ারী মঙ্গলবার শহরের ফকিরপাড়াস্থ কালুর মোড়’এ প্রতিবছরের মতো এবারেও সামাজিক সংগঠন “আমরা” সংস্থার আয়োজনে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উদ্বোধক ও “আমরা” সংগঠনের সভাপতি আল-মামুন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাব উদ্দীন আহমেদ ও মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসিনুর রহমান সোহাগ, আব্দুস সালাম, মোঃ দুলাল, মোঃ লোকমান আলী, প্রজ্ঞা ও পিয়া। আল্ মামুন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বলেন “আমরা” সংগঠন প্রতিবছর মানবতার কল্যানে শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আগামীতেও এ ধরনের কার্যক্রমে “আমরা” সংগঠন কাজ করবে।
পত্রিকা একাত্তর/ আরমান হোসেন
আপনার মতামত লিখুন :