দিনাজপুরে “আমরা” সংস্থার আয়োজনে শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার, দিনাজপুর প্রকাশের সময় : ০৩/০১/২০২৩, ৫:২২ অপরাহ্ণ / ৪৭
দিনাজপুরে “আমরা” সংস্থার আয়োজনে শীতবস্ত্র  বিতরণ

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, শীতার্ত মানুষের পাশে মানবিক কারণে আমাদের দাঁড়াতে হবে। শীতার্ত মানুষকে কষ্টে রেখে কোনো সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আসুন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

৩ জানুয়ারী মঙ্গলবার শহরের ফকিরপাড়াস্থ কালুর মোড়’এ প্রতিবছরের মতো এবারেও সামাজিক সংগঠন “আমরা” সংস্থার আয়োজনে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উদ্বোধক ও “আমরা” সংগঠনের সভাপতি আল-মামুন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাব উদ্দীন আহমেদ ও মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসিনুর রহমান সোহাগ, আব্দুস সালাম, মোঃ দুলাল, মোঃ লোকমান আলী, প্রজ্ঞা ও পিয়া। আল্ মামুন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বলেন “আমরা” সংগঠন প্রতিবছর মানবতার কল্যানে শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আগামীতেও এ ধরনের কার্যক্রমে “আমরা” সংগঠন কাজ করবে।

পত্রিকা একাত্তর/ আরমান হোসেন