এরফান হত্যায় জড়িত তাওহিদ র‍্যাবের হাতে আটক


উপজেলা প্রতিনিধি, মনিরামপুর প্রকাশের সময় : ০২/০১/২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ / ৮৯
এরফান হত্যায় জড়িত তাওহিদ র‍্যাবের হাতে আটক

যশোরে মুদি দোকানি এরফান ফারাজি হত্যার সাথে জড়িত তাওহিদ (২০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে যশোর উপশহর নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাওহিদ যশোর শহরের বেজপাড়া কবরস্থান এলাকার শাহিনের ছেলে।

যশোর র‌্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে শহরের খড়কি ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে এরফান ফারাজি খুন হয়। ওই হত্যাকাণ্ডটি ছিলো কুলুলেস।

প্রতাক্ষদর্শীদের তথ্য মতে, এদিন বিকাল ৪টার দিকে এরফান কবরস্থনের পাশে দাড়িয়েছিলো। এসময় তিনজন দূর্বৃত্তরা এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মূলত বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

হত্যার ঘটনায় নিহতের ভাই ইমরান ফারজী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডটি র‌্যাব প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন তাওহিদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন