“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারী) দুপুরে স্কুলের নিজস্ব মাঠ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩ পালিত হয়।
এতে প্রধান শিক্ষক মাহাবুবা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য শেষে তিনি প্রতি ক্লাসের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে বই বিতরণ করেন। পরে একে একে স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক প্রূদ্যুত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পাঠ্যপুস্তক উৎসবে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে। বছরের প্রথম দিন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা