“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বছরের প্রথমদিনে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম তথা ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস–২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা জানুয়ারী) সকালে উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এতে সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজিব, মো. বেলাল হোসেন প্রমূখ। এছাড়া অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পাঠ্যপুস্তক উৎসবে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ