ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ: লক্ষ্মীপুর সদর থানার কমিটি নির্বাচিত


জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় : ২৯/১২/২০২২, ১১:১২ অপরাহ্ণ / ৯৪
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ: লক্ষ্মীপুর সদর থানার কমিটি নির্বাচিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার ২০২৩ সেশনের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় শূরা সদস্য এস এম রাসেল। এতে সভাপতি মোঃ তামজিদ হোসাইন, সহ-সভাপতি ইউসুফ আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মনোনীত হয়।

আজ ২৮ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন-এর সদর সম্মেলন-২০২৩ লক্ষ্মীপুর দারুল-আকসা হল অডিটোরিয়ামে শাখা সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরার সদস্য এস.এম রাসেল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি রেদওয়ান হোসাইন শওকত।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব সাহেব, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।অনুষ্ঠানে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ