নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ‘জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসা’ এর হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষ্যে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬শে ডিসেম্বর) বাদ আছর থেকে উপজেলার ছোটরাউতা এলাকার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে তাশরিফ পেশ করেন ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃ বাঃ)।
নীলফামারীর সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলামের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজী (দাঃ বাঃ) এর সভাপতিত্বে আরও তাশরিফ করেন- ঢাকার আব্দুল্লাপুর জামিয়া মাদানিয়া দারুল কোরআনের মোহতামিম ও শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি আফজাল হুসাইন রাহমানি সাহেব, মসজিদে নূর কামরাঙ্গিচরের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মাহবুব রব্বানী সাহেব সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :