চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি (৭৫) শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২মেয়ে ও ১ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার সকাল ১০:৩০ টায় বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানার (ওসি) মাহবুব রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান, তাজুল ইসলাম (সোনাদ্দি) সাবেক জেলা ডেপুটি কমান্ডার , শহিদুল ইসলাম চেয়ারম্যান বাঙ্গাবাড়ী ইউ.পি, আজাহার আলী মন্ডল সাবেক চেয়ারম্যান বাঙ্গাবাড়ী ইউ.পি, মোস্তফা কামাল অধ্যক্ষ বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এ্যান্ড কলেজ ও স্থানীয় জনসাধারণ। জানাযা শেষে দাঁড়িপাতা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
পত্রিকা একাত্তর/ শাহাদাত হোসেন
আপনার মতামত লিখুন :