নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা শিক্ষক -কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় বসুরহাট বাজারস্থ মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক -কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মুঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফের
সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন “জ” অঞ্চলের ডিরেক্টর, অগ্রযাত্রা কো-অপারেটিভের চেয়ারম্যান আশীষ কুমার দাস।
উপস্থিত ছিলেন নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর কালবের জেলা প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষক -কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ কাইউম, ট্রেজারার মোঃ আবদুল জলিল, সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম, ডিরেক্টর অসীম মজুমদার, অর্জুন চন্দ্র দাস প্রমূখ।
পত্রিকা একাত্তর/ সাঈদ শাকিল