যশোরের মনিরামপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যেয়ে জরিমানার শিকার হয়েছেন নূর মোহাম্মদ (২০) নামে এক যুবক। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
নূর মোহাম্মদ উপজেলার গরিবপুর গ্রামের নূর আলীর ছেলে।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ ভরতপুর গ্রামে ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ে করতে গেছে -এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বর পক্ষকে পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে তাঁদের আটকে ফেলি। পরে জানতে পারি এক মাস আগে ঘরোয়াভাবে তাঁদের বিয়ে হয়ে গেছে। আজ (বুধবার) ছেলে বন্ধুদের নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন। তবে বিয়ের কোন কাগজপত্র দু’পক্ষের কেউ-ই দেখাতে পারেননি’।
শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সন্ধ্যায় এসিল্যাণ্ড ঘটনাস্থলে যান। এরপর বাল্য বিয়ের প্রস্তুতির অভিযোগে বর নূর মোহাম্মদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘বাল্য বিয়ের প্রস্তুতির অভিযোগে বরকে জরিমানা করা হয়েছে’।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন