আসন্ন শীতকে উপলক্ষ করে দর্শনার্থীদের আগোমনে মুখরিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ীর অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্ক।
উৎসবমুখর পরিবেশে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ভালোবাসা পেতে এ ইকোপার্কে দূরদুরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসুরা।সরেজমিনে গিয়ে লক্ষ করা গেছে শীত শুরু ও বছর শেষ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারী গণ ইকোপার্কে আসতে শুরুকরেছে ।
শুষ্কমৌসুম কাটিয়ে বর্তমানে সবুজের সমারোহ নিয়ে পর্যটকদের বরন করে নিতে প্রস্তুত রয়েছে মধুটিলা ইকোপার্ক।
সীমান্তবর্তী এই পার্কের চারপাশে উচু-নিচু পাহাড়িটিলা, কৃত্রিম লেক আর সবুজ বনানী দেখতে ভ্রমন পিয়াসীরা ভীড় জমাচ্ছেন । প্রকৃতির সান্নিধ্য আর প্রাণ খুলে নির্মল বায়ুর শ্বাস-প্রশ্বাস গ্রহনের মজা পেতে এখানে ভ্রমন করে কর্মক্লান্তি ভুলে আনন্দচিত্তে নিজগৃহে ফিরে যাচ্ছেন তারা। তাই বর্ষ শেষের ছুটি কাটাতে ইট, কাঠ, কংক্রিট আর পাথরে গড়া শহর ও নগর জীবনের কোলাহল ছেড়ে ইকোপার্কে বেড়াতে আসছেন ভ্রমন পিয়াসীরা। তাই দর্শনার্থী, পর্যটক ও ভ্রমন পিয়াসীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তাছাড়া এই পার্কের ভেতরে পুলিশ ও বিজিবি সদস্যদেরকে টহল দিতে দেখা গেছে।
পার্কের ইজারাদার প্রতিনিধি বলেন, গত দুই বছর প্রায় বেশি দিন করোনার কারনে মধুটিলা ইকোপার্ক বন্ধ ছিল। এখন করোনা ভাইরাসের সংক্রমন কমাতে পার্ক খুলে দেওয়া হয়েছে। তাই শীত উপলক্ষে বিনোদন পেতে দেশের বিভিন্নপ্রান্ত থেকে ভ্রমনপিপাসুরা আসতে শুরু করেছেন।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :