পটুয়াখালী আইন কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করার প্রতিবাদে মানববন্ধন


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ২০/১২/২০২২, ৫:০৯ অপরাহ্ণ / ৪২
পটুয়াখালী আইন কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করার প্রতিবাদে মানববন্ধন

বরিশালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে পটুয়াখালী আইন মহা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র। এতে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তারা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা বর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালীতে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পত্রিকা একাত্তর/ মারুফ ইসলাম