বিজয় দিবসে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রীকে শুভেচ্ছা


জেলা প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশের সময় : ১৭/১২/২০২২, ১২:০৭ পূর্বাহ্ণ / ৫৭
বিজয় দিবসে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রীকে শুভেচ্ছা

লালমনিরহাটে আদিতমারী উপজেলা ঐতিহ্যবাহী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুল হক দুলাল।

আবাসিক/অনাবাসিক অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুল হক দুলাল লালমনিরহাট ২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে এমপি সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় মন্ত্রী মহোদয় কে ২০২১ সালের এসএসসি ব্যাচের আবাসিক থেকে পড়ালেখা করে ১৩ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে এবং ২০২২ ইং শিক্ষাবর্ষে আবাসিক/ অনাবাসিক ছাত্র- ছাত্রীদের মধ্যে ২২ জন জিপিএ ৫ পেয়েছে।

ফলাফল অর্জনে জেলার সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন ২০২৩ ইং শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এ সময়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ গোলাপ মিয়া