patrika71
ঢাকাশুক্রবার - ১৬ ডিসেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপির ৫ জন আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
ডিসেম্বর ১৬, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বিজয় দিবসে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি ও যুবদলের ৫জন নেতা-কর্মি আহত হয়েছে। শুক্রবার সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, মহান বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে যায়। ফুল দেয়ার আগেই ছাত্রলীগের হামলায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবীর, যুবদল কর্মি বাসু আহত হয়। এদের পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল বলেন, বিজয়ের ৫১ বছর পরেও আমরা স্বাধীন হতে পারেনি। বিজয় দিবসে শহীদদের স্বরনে স্মৃতিশৌধে স্বাধীনভাবে ফুলের শুভেচ্ছা জানাতে পারছিনা। এটা জাতীর জন্য কলংকজনক।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছরের ন্যায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে শিল্পকলায় স্মৃতিশৌধে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে ছাত্রলীগের নেনতৃত্বে আমাদের বিএনপি ও যুবদলের নেতাকর্মিদের উপর পুলিশের সামনে অতর্কিত হামলা চালিায়। এতে ৫/৬ জন নেতা-কর্মী আহত হয়। এ সময় ফুলের বেদি ভেঙ্গে ফেলে ও ব্যানার ছিড়ে ফেলে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর সাথে মোব্ইাল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে খতিয়ে দেখবো।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু