লালমনিরহাটে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা নদী বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয় কেন্দ্রে ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, উদ্বোধন অনুষ্ঠান শেষে মহিষখোঁচা বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভা আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি ,আর সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নূরুজ্জামান আহমেদ এমপি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী একান্ত এপিএস মিজানুর রহমান মিজান, মহিষখোঁচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক আলী, মহিষখোঁচা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কামাল মিয়া, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিমুল, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, আওয়ামী লীগের নেতা আবু হুরায়রা শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় সহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ গোলাপ মিয়া