১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. ১০:০০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর প্রতিনিধিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর মহোদয়; অধিনায়ক বিজিবি; অধিনায়ক, র্যাব- ১৩; জেলা প্রশাসক, রংপুর; জেলা কমান্ড্যান্ট, আনসার; উপ-পরিচালক, এনএসআই; উপ-পরিচালক, ডিজিএফআই; রংপুরের রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে রংপুর সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে পারস্পারিক সমন্বয় বজায় রেখে কাজ করার আহবান জানান।
পত্রিকা একাত্তর/ হামিদুর রহমান
আপনার মতামত লিখুন :