“মানব মর্যাদা, স্বাধীনতা আর ন্যায় পরায়ণতায় দাড়াবো সবাই মাবাধিকার সুরক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রাখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মানবাধিকার লংঘনের বিরুদ্ধে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিও’র আয়োজনে ও গেক্স ইপার এর আর্থিক সহযোগীতায় আয়োজিত সভায় উপজেলা পরিষদের হলরুমে আ”লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, দুনীতি প্রতিরোধ কমিটির সম্পাদক নগেন্দ্র রাম দাস, পুজা উদযাপন কমিটির সভাপতি মধুসুধন দেবনাথ, প্রকল্প অফিসার সুস্মিত সরকার, হরিপুর রিভাইভ প্রকল্পের উপজেলা অফিসার মামুন মাসুদ করিম সহ সিডিওর কর্মী ও কর্মকর্তা গন।
পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ