বাগরহাট, ০৯ ডিসম্বর ২০২২ ‘দুর্নীতির বিরুদ্ধ এক্যবদ্ধ – এই শ্লাগানক সামন রখ সচতন নাগরিক কমিটি (সনাক), বাগরহাট বিভিন কর্মসূচির মধ্য দিয় আÍর্জাতিক দুর্নীতিবিরাধী দিবস ২০২২ উদযাপন করছ।
কর্মসূচির মধ্য ছিল মানববন্ধন, দুর্নীতিবিরাধী বাই-সাইকল র্যালি ও আলাচনা সভা। দিবসটি উপলক্ষ অদ্য ৯ ডিসম্বর, ২০২২ সকাল মানববন্ধন কর্মসূচি পালন ওদুর্নীতিবিরাধী বাই-সাইকল র্যালি অনুষ্ঠিত হয়। বলা ৩:৩০মিনিট বাগরহাট প্রসক্লাবমিলনায়তন আলাচনা সভা শুরু হয়। সনাক সদস্য বাবুল সরদার এরসঞ্চালনায় এবং সনাক সহ-সভাপতি অ্যাডভাকট এস, এম,নওরাজ মহীত এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসব বক্তব্য রাখন মা. শাহীনুজ্জামান উপপরিচালক, স্থানীয় সরকার, বাগরহাট। বিশষ অতিথি ছিলন মা: জাহিদ ফজল, সহকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জলা কার্যালয়, বাগরহাট। গত বক্তব্য রাখন সনাকর আÍর্জাতিক দুর্নীতিবিরাধী দিবস উদযাপন উপকমিটির আহবায়ক প্রফসর চধুরী আব্দুর রব।
অন্যান্যদর মধ্য হত বক্তব্য রাখন শিক্ষাবিদ অধ্যাপক মাজাফাফর হাসন, সনাক সদস্য অধ্যাপক খান সালহ আহমদ, খানজাহান আলী ডিগ্রি কলজর অধ্যক্ষ খাদকার আছিফ উদ্দিন রাখী, সনাক সদস্য ফিরাজা নাসরিন ডলি, অসীমা ঘাষ, সংবাদিক মা. ইয়ামিন আলী, দি হাঙ্গার প্রজক্ট বাগরহাটর সম^য়কারী মা: নাজমুল হুদা মিনা, এডিডি’র প্রকল্প সম্বয়কারী মা: এসানুল হক, ইয়স দলনতা শারমিন আক্তার প্রিয়া, এসিজি সদস্য মা. মিথুন সরদার প্রমুখ। বক্তাগণ বলন, আমাদর দশ দুর্নীতিবাজের সংখ্যা কম কি তাদর নিজদর মধ্য যাগাযাগ প্রবল, যখান সৎ মানুষর সংখ্যা বশী হওয়ায় ত্তও তাদর মধ্য যাগাযাগ ও একতা না থাকা দুর্নীতিবাজরা দুর্নীতি করার সুযাগ পয় যায়।
দুর্নীতি প্রতিরাধ সরকার কিংবা দুদকর একার পক্ষ সম্ভব নয়। দুর্নীতিক প্রতিরাধ করত হল জনসচতনতা বদ্ধির পাশাপাশি পরিবার থক শুরু করত হব এবং নিজক দুর্নীতি মুক্ত রাখত হব। এক্ষত্র পরিবার এবং শিক্ষকগণ ভূমিকা পালন করত পারন। প্রধান অতিথি উপপরিচালক, স্থানীয় সরকার, বাগরহাট, মা. শাহীনুজ্জামান বলন, আমাদর শিক্ষা ক্ষত্র জ্ঞান অর্জনর চয় সম্পদ অর্জনর প্রতি জার দয়া হছ, যখান নতিক শিক্ষার গুরুত্ব কম পরিলক্ষিত হছ। দুর্নীতি প্রতিরাধ সরকার নানা ধরনর ব্যব গ্রহন করছন যার মধ্য সিটিজন চার্টার প্রদর্শন, সবা ডিজিটালাইজশন, অনলাইন মিউটশন, গণশুনানী, অভিযাগ দায়র ও প্রতিকার ব্যব¯ ইত্যাদি। তিনি এসময় সবা না পল প্রতিবাদ ও অভিযাগ দায়রর জন্য আহবান জানান। সর্বাপরি সকল মিল দুর্নীতি প্রতিরাধ এগিয় আসার আহবান জানান।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :