প্রতিবন্ধী সলিম(৭০) ও বৃদ্ধা গুল বিবি(৯০) এরা গুনমান সম্পন শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি। সোমবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইসলামী রিলিফ বাংলাদশ এর আয়োজনে হরিপুর উপজেলার বকুয়া, ডাঙ্গীপাড়া ও হরিপুর ৩ টি ইউনিয়নে ৮শত জন দুঃখী, গরিব ও অসহায় মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টার উপজেলা পরিষদ হলরুম উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক এর শুভ উদ্ধাধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ“লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, আহসান হাবিব চোধুরী, ইসলামী রিলিফ সহকারী প্রকল্প অফিসার মোস্তাফিজুর রহমান ও আব্দুস সালাম, হরিপুর প্রসক্লার সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
পত্রিকা একাত্তর/ সুজন