‘পোষা পাখি উড়ে যাবে স্বজনী একদিন ভাবি নাই মনে’, ‘তুমি জাননা রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা’, ‘এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’, ‘জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি’এ রকম অসংখ্য গানের স্রষ্টা বাংলার কবিগানের অন্যতম প্রধান পুরুষ একুশেপদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের রোববার (৪ ডিসেম্বর) ২৭তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসব আয়োজনের মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় গীতি প্রতিযোগিতা ও বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর।
এদিকে কবির জন্মভূমি সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদীতেও এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত এই কবি বিচ্ছেদ, ভক্তি, ভালোবাসা, ধর্ম, শ্রেণী সংগ্রাম, দেশাত্ববোধক, বাউলসহ বিভিন্ন পর্যায়ের ১৮ শত গান রচনা করেন। রচিত সব গানই নিজের সুরে গাওয়া। প্রখ্যাত এই কবি ১৯০৩ সালের ২০ ফেব্র”য়ারী নড়াইল সদরের বাঁশগ্রাম ইউুনয়নের ডুমদি গ্রামে জন্ম গ্রহন করেন। ভারতে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তার মহাপ্রয়াণ ঘটে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :