বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করে গুরুতর আহত করে চায়না অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আহত আব্দুল মান্নান বাগড়া বস্তিপাড়া এলাকার মৃত মহরি উদ্দিন মন্ডলেন ছেলে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার ।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শেরপুর বাসষ্ট্যান্ড থেকে ২ জন লোক কুসুম্বি ইউনিয়নের উচুলবাড়ি গ্রামে যাওয়ার কথা বলে অটো রিক্সাসা ভাড়া। সেখান থেকে আকরামপুর ফাকা রাস্তায় পৌছালে তাকে মারধর করে গুরুতর আহত করে রিক্সা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে বোডের হাট বাজার এলাকায় আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান, এ বিষয় অভিযোগ পেয়েছি। দ্রুত অটো রিক্সাটি উদ্ধারের চেষ্টা চলছে।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ