বুধবার (৩০ নভেম্বর) ২০২২ তারিখ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারোখী ও কাঞ্চনপুর এবং মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারোখী ও কাঞ্চনপুর এবং মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চারজন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সহিত সকলকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন