বাগআঁচড়া উপ-নির্বাচনে নির্বাচিত সদস্যকে শপথ গ্রহণ অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, শার্শা প্রকাশের সময় : ৩০/১১/২০২২, ৪:৫৬ অপরাহ্ণ / ৪২
বাগআঁচড়া উপ-নির্বাচনে নির্বাচিত সদস্যকে শপথ গ্রহণ অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত আজিজুল রহমানকে শপথ বাক্য পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০শে নভেম্বর বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসন কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা সাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সালিমা খাতুন, আবুল কালাম, তবিবর রহমান ও মিন্টু প্রমুখ।

পত্রিকা একাত্তর/ এবিএস রনি