এক্টিভিস্তা বাগেরহাটের স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেছেন অ্যাকশন এইড ডেনমার্কের প্রতিনিধি মেনন মেরি ও হাইফা আওয়াদ। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাঁধন মানব উন্নয়ন সংস্থা বাগেরহাটের দশানীস্থ কার্যালয়ে অর্ধশত সেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন দুই ডেনমার্ক নাগরিক।
একই সময় নারীবান্ধব জনসেবা নিশ্চিতের লক্ষে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সংলাপে যোগ দেয় তরুণ স্বেচ্ছাসেবকরা। তারা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিকট প্রান্তিক মানুষের সেবা প্রাপ্তির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অ্যাকশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন এক্টিভিস্তা বাগেরহাটের সভাপতি কুসুম হাসান জুঁই। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, অ্যাকশন এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হাসান, ডেপুটি ম্যানেজার (পার্টনারশীপ এন্ড প্রোগ্রাম) ইকবার হোসেন, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগার আলী, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের ইয়ুথ হাবের কো-অর্ডিনেটর আরিফ সিদ্দিকী, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমার পল্টন প্রমুখ।
অতিথি বক্তারা স্বেচ্ছাসেবকদের উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধান এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।
পত্রিকা একাত্তর/ আবু তালেব