মঙ্গলবার সকালে উপজেলার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে তাদেরকে স্বরণ করা হয়। ১৯৭১ সালে ২৯ নভেম্বর এই দিনে ৬০ ঘন্টা যুদ্ধেরপর বটিয়াঘাটা থানার বারোআড়িয়া রাজাকার ক্যাম্পের পতন করা হয়। যুদ্ধে আব্দুল আজিজ মোল্লা ও জ্যোতিষ শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ১১ টায় বারোআড়িয়া শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, বটিয়াঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন,বারোআড়িয়া শহীদ স্নরনী মহাবিদ্যালয়, সুরখালী ইউনিয়ন পরিষদ, বটিয়াঘাটা প্রেসক্লাব, খুলনা, সহ বিভিন্ন সামাজিক সংগঠন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুলহ বিন মাসুদ, অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সামছুর রহমান, ডুমুরিয়া উপজেলা কমাবীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, খুলনা খানজাহান থানা ৩৫নং ওয়ার্ড কমান্ডার মিনা আলাউদ্দীন, নিরঞ্জন রায়, বিকাশ কুসুম মন্ডল, দিবাকর মন্ডল, নুরুল ইসলাম খোকন।
খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, জেলা শৈনিক লীগের সভাপতি ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, কৃষক লীগ নেতা শেখ মোঃ শাহারুজ্জামানন্ডার শাহারিয়ার সহ মুক্তিযোদ্ধা সংসদ, বটিয়াঘাটা ইউনিট, মুজিববাহিনী ৭১ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সংবাদকর্মী।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম