“উদ্ভাবনী জয়োল্লাস, স্মার্ট বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯শে নভেম্বর) সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের ৩০টির মতো স্টল পরিদর্শন করেন। পরে, আজ বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ