এসএসসির ফল প্রকাশ: ডোমারে জিপিএ-৫ পেয়েছেন ২৯০ জন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৯/১১/২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ / ১৫২
এসএসসির ফল প্রকাশ: ডোমারে জিপিএ-৫ পেয়েছেন ২৯০ জন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এতে নীলফামারীর ডোমার উপজেলার ৩৬টি বিদ্যালয়ের মোট ২৯০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। উপজেলায় গড় পাসের হার ৮১ দশমিক ৫২ ভাগ।

সোমবার (২৮শে নভেম্বর) বেলা ১২টায় অনলাইনে এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন ডোমার উপজেলার ৩৬টি বিদ্যালয়ের ২ হাজার ৪৭৫ জন উত্তীর্ণ হন। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হয়েছেন ২৯০ জন।

এবার ডোমার উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের দিক দিয়ে প্রথম হয়েছে মটুকপুর স্কুল এন্ড কলেজ। এখানকার ৪৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বিদ্যালয়টি থেকে ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৮২ জন পাস করেন। এতে পাসের হার ৮৯ দশমিক ২২ ভাগ।

এছাড়া সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ৩১ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩১ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ২০ জন, মির্জাগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ১৭ জন ও আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৭ জন সহ সর্বমোট ২৯০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ