“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২ টায় হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের আনসার ও ভিডিপি বাহিনীর কাজের কর্ম দক্ষতার উপর বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনাব মো মিনহাজ আরেফিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুস্প, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃমো আবু কায়েস বিন আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো আব্বাস আলী, হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা শাহানারা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার ও ভিডিপি বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক গিরিশ চন্দ্র রায়, ও হোসনে আরা।
আলোচনা সভা শেষে কর্মদক্ষতার ভিত্তিতে আনসার ও ভিডিপি বাহিনী সদস্যদের মাঝে পুরস্কার স্বরূপ বাইসাইকেল ও ছাতা, ফ্লাস, মগ, প্রদান করেন।
পত্রিকা একাত্তর/ সুজন আহমেদ
আপনার মতামত লিখুন :