পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশককে হত্যার হুমকি


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি প্রকাশের সময় : ২৭/১১/২০২২, ১১:১৬ পূর্বাহ্ণ / ৭৫
পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশককে হত্যার হুমকি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেনকে হুমকী দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার (২২ নভেম্বর) পত্রিকার সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন।

জানা যায় বাঞ্ছারামপুর বার্তা পত্রিকায় উপজেলার মাদক, বালি উত্তোলন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। তারই জের ধরে উপজেলা আওয়ামী লীগের জনৈক প্রভাবশালী নেতা ও তার অনুসারিরা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে সাংবাদিক পামেনকে অকথ্য ভাষায় গালাগালি করে দেখে নেওয়ার হুমকী দেন। এই ঘটনার পর নিজের ও পরিবারের কথা ভেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিতভাবে নিরাপত্তার জন্য আবেদন করেন।

উল্লেখ চারদলীয় জোট সরকারের আমলেও একটি বিশেষমহল পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার অফিস ভাংচুর ও লুটপাট করেছিল। পরে তারা পত্রিকার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন