ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ধর্ম যার যার রাষ্ট্র সভার, এই স্লোগান সামনে রেখে, অদ্য ২৫/১১/২০২২ইং রোজ শুক্রবার শাপলাপুর শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশখালী শাপলাপুর ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শ্রদ্ধাভাজন বাবু জেমসেন বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশখালী উপজেলা শাখার সহ- সভাপতি বাবু পরিমল শীল, বাবু কমল কৃষ্ণ ঘোষ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিসদ মহেশখালী উপজেলা শাখার সাধারন সম্পাদন বাবু রতন কান্তি দে, উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ শাপলাপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবু উজ্বল শীল,শাপলাপুর কেন্দ্রিয় শীলপাড়া যুবউননয়ন পারিষদের সভাপতির ডাঃ বিকাশ শর্মা,, পৌর শাখার সভাপতি ঝুলন কুমার দাশ( মিটু), পৌরশাখার সহ- সভাপতি বাবু শ্রীধাম দে,, পৌরশাখার সহ- সভাপতি বাবু রুবেল দে।
পৌরশাখার সাংগঠনিক সম্পাদক বাবু সাধন চন্দ্র দে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাপলাপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত বাবু সাগর শর্মা, আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ
উক্ত কাউন্সিল অধিবেশনে সম্মেলনে বাবু সাগর র্শমা কে সভাপতি ও বাবু বাদল কান্তি শীল সহ- সভাপতি, বাবু রুপন কান্তি দাশ সাধারন সম্পাদন, বাবু বিটন কান্তি দাশ সহ-সম্পাদক, বাবু আসুমং সাংগঠনিক সম্পাদক, বাবু মান্টু চন্দ্র শীল মনোনীত হয়।
পরিশেষে নব- নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠনের উদ্দেশ্যে বলেন, সংগঠনের কার্যক্রম, ও গতিশীল করতে প্রত্যক নেতা কর্মীদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে আহবান করেন।
পত্রিকা একাত্তর/ সাগর দে
আপনার মতামত লিখুন :