patrika71
ঢাকাশুক্রবার - ২৫ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে খোঁজ মিলল নিখোঁজ আয়াতের ৬ টুকরো দেহের

নিজস্ব প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

গত ১৫ নভেম্বর বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদের মক্তবে পড়তে যাওয়ার পর নিখোঁজ সাত বছরের আলিনা ইসলাম আয়াতকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক আবির আলী (১৯)। পরে শিশুর নিথর দেহটিকে ৬ টুকরো করে ফেলে দেয়া হয় নদীতে।

গতকাল ঘাতক আবিরকে পিবিআই গ্রেফতারের পর সে শিশু আয়াতকে হত্যার কথা স্বিকার করেছে বলে জানা গেছে। আকমল আলী সড়কের পকেট গেইট নামক স্থানে শিশু আয়াতের দেহের টুকরোর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ গুলোর বর্বরতার ধরণ আরবের সেই জাহেলি যুগকেও হার মানাচ্ছে। সেই অন্ধকার যুগে কন্যা শিশুদের হত্যা করা হলেও এভাবে টুকরো টুকরো করা হতো কিনা সন্দেহ। উদ্বেগ জনক ভাবে এসব ঘটনায় রক্তের সম্পর্কের লোকজন থেকে শুরু করে নিকট-দূরের আত্নীয়, বন্ধু কিংবা পূর্ব পরিচিতরা জড়িত থাকার তথ্য মিলছে। এখন কে আপন আর কে পর এসব বাছবিচার করাটাও কঠিন হয়ে গেছে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো সূত্রে জানা গেছে, ঘাতক আবির আলী ইতিপূর্বে শিশু আয়াতের দাদা’র বাড়িতে ভাড়াটিয়া ছিল। একটি পোষাক কারখানায় কাজ করা আবির গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণের চেষ্টা চালালে সে চিৎকার করে উঠে। সে সময় আবির শ্বাসরোধ করে আয়াতকে হত্যা করে। এরপর শিশুটির নিথর দেহ ঘাতক আবির তার বাসায় নিয়ে গিয়ে ৬ টুকরো করে দুটি ব্যাগে ভরে রাখে। পরদিন ১৬ নভেম্বর সেই দেহের টুকরো গুলো বেঁড়িবাধ সংলগ্ন নদীতে ফেলে দেয়।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন