চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে ২৩.১১.২০২২ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন, চুয়াডাঙ্গায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চুয়াডাংগা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জি এম জামিল ছিদ্দিক, উপপরিচালক, এনএসআই, মোঃ আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার, মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকমণ্ডলী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সুস্পষ্টভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথি মহান স্বাধীনতার প্রেক্ষাপট এবং এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের গৌরবগাঁথা তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান