বাগেরহাটের এক্টিভিস্টা পরিমিত ভোগ বিষয়ক ও সচেতনামূলক ক্যাম্পেইন করেছে


জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ২৩/১১/২০২২, ৮:২৭ অপরাহ্ণ / ৬৮
বাগেরহাটের এক্টিভিস্টা পরিমিত ভোগ বিষয়ক ও সচেতনামূলক ক্যাম্পেইন করেছে

“যথাযথ ব্যবহার,পরিমিত ভোগ সকল অপচয় বন্ধ হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে এক্টিভিস্টা বাগেরহাট এর আয়োজনে, বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলা ও রামপাল উপজেলার বিভিন্ন স্কুল কলেজে এবং রোড শো এর মাধ্যমে পরিমিত ভোগ বিষয়ক প্রচারাভিযান বাস্তবায়ন করা হয়। এই ক্যাম্পেইনে প্রায় ৩০০০ মানুষকে পরিমিত ভোগ বিষয়ক সচেতনতা প্রদান করা হয়।

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মহিতুর রহমান পল্টন ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এফোরটি প্রকল্পের সমন্বয়কারী জনাব খন্দকার মুশফিকুল ইসলাম রিতু, প্রোগ্রাম অফিসার জনাব সানি জোবায়ের, একশনএইড বাংলাদেশ এর ইন্সপিরেটর শাহিনা পারভীন এবং বাগেরহাটের এক্টিভিস্টারা।

বাগেরহাটের এক্টিভিস্টারা বাগেরহাট সদর ও রামপালের বিভিন্ন স্কুল কলেজ এবং পিকাপে করে রোড শো এর মাধ্যমে সচেতনতামূলক স্লোগান দিয়ে দশানী ট্রাফিক মোড়, কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খাঁনজাহান আলী ডিগ্রী কলেজ, সায়েড়া মধুদিয়া স্কুল এন্ড কলেজ, চাকশ্রী এ বি সি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্যাম্পেইন করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা পরিমিত ভোগ বিষয়ে সচেতনতার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানকে সবুজ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এবং এক্টিভিস্টাদের কাজে প্রশংসা করে তাদের কাজে উৎসাহিত করেন।

পত্রিকা একাত্তর/ আবু তালেব