চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর বসতঘর ভাংচুর করার অভিযোগে বোরহানুর রশিদ (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আজ ২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে নাছির উদ্দিন নামের এক প্রবাসীর বসতঘর ভাংচুর করার অভিযোগ তাকে আটক করেছে।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করান হয়। অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার ভোর ৫টার সময় লোভের বশীভূত হয়ে ২০/২৫ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালিয়ে নাছির উদ্দিনের বসতঘর ভাংচুর করে এবং প্রবাসীর স্ত্রীকে মারধর করে বাড়িতে থাকা ৫ভরি স্বর্ণলঙ্কার, একটি মোবাইল সেট ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শাহীন আক্তার বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উক্ত ইউনিয়নের কেশুয়া গ্রামের আবদুর রশিদের ছেলে বোরহানুর রশিদ কে আটক করেন। অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রবাসী নাছির প্রায় ৮মাস পূর্বে জমি ক্রয় করে টিনশেড ও সেমি পাকা ঘরটি নির্মাণ করেন। তার পাশের ঘরটি একই খতিয়ানভুক্ত জমি অন্য জনের কাছ থেকে ক্রয় করে বোরহানুর রশিদ অন্য একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন। মূলত প্রবাসী নাছিের ক্রয় করা জায়গার মধ্যে বিবাদী বোরহানুর রশিদ জায়গা পাবে বলে দাবী করে এই ভাংচুরের ও লুটপাটের ঘটনাটি ঘটে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন