patrika71 Logo
ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী এবং ত্রাণ বিতরণ

পত্রিকা একাত্তর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ad

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, মেধাবী এবং অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী এবং অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দেওয়টি ইউনিয়নে দেওয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সদস্য গোলাম মুর্তজার সভাপতিত্বে এবং সলিমুল্লাহ বি.এ, এবং ফাউন্ডেশন এর সহ-সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম,সাহেবর পক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সোনামুড়ী থানা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ‌কিং মোজাম্মেল হোসেন।

আরো পড়ুনঃ  ইজিবাইক ছিনতাই কালে একজন কে হত্যা, গ্রেফতার ১

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট আমির হোসেন, ডাক্তার মাজহারুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, কৃষকলীগের সোনাইমুড়ী উপজেলা সভাপতি কবির হোসেন।‌ এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকরা এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনে সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দেওয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠন থেকে আগত গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রিক হিসেবে বই,খাতা কলম বিতরণ করা হয় এবং অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রির মধ্যে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে অসহায় মানুষের সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

আরো পড়ুনঃ  ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

অনুষ্ঠানে বক্তরা বলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এলাকায় অসহায় মানুষের মধ্যে এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে অত্র এলাকায় কাজ করে যাচ্ছে, এলাকাবাসীর পক্ষ থেকে ডাক্তার মোস্তফার সন্তানরা যারা এই ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন তাদের সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফাউন্ডেশন সফলতা কামনা করেন।

শাহাদাত রাসেল চৌধুরী: বিশেষ প্রতিনিধি।