patrika71 Logo
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জুমার নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

পত্রিকা একাত্তর ডেক্স
জুলাই ২৪, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ad

ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় মিরাস উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের মৃত ছমেদ মুন্সির ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজের সময় উপজেলার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই মসজিদে দীর্ঘ সাত বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

কাইচাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস মিয়া তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিদিনের মতো ইমাম মিরাস উদ্দিন শুক্রবারের জুমার নামাজ পড়াতে মসজিদে আসেন এবং নির্ধারিত সময়েই জুমার নামাজ শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ইউনুস মিয়া আরও জানান, এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ইমাম মিরাস উদ্দিন। তথ্য : জাগো নিউজ২৪

ad