patrika71 Logo
ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. কবিতা
 10. করোনাভাইরাস
 11. কৃষি
 12. খেলাধুলা
 13. চাকরী
 14. জাতীয়
 15. টেকনোলজি
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মান : নাগেশ্বরী

পত্রিকা একাত্তর ডেক্স
জুলাই ১৩, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বাউন্ডারী ওয়ালের ভিতরে দোকান ঘর নির্মান করছে। নাগেশ্বরী পৌরসভার সুখাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৯৬শতাংশ জমির উপরে ১৯৭২ সালে স্থাপিত হয় এবং ১৯৭২ সাল থেকে দখলে থাকা সম্প্রতিকালে একটি কু-চক্রী মহল কৌশলে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মান করছে।

এলাকাবাসী বলেন, বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পূর্ব সুখাতী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে ম্যানেজ করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের ভিতরে দোকন ঘর নির্মাণ করছে শ্রীজয়দেব চন্দ্র সেন।

এ বিষয়ে স্থানীয় কোরবান আলী, নজরুল ইসলাম বলেন, আমরা জানি এটা সরকারী জায়গা, জয়দেব কিভাবে দোকান ঘর নির্মাণ করছে তা আমাদের জানা নেই। এ ঘটনায় অত্র এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি এবং শিক্ষা অফিসারকে (টিও) কে জানিয়েছি তবে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

মোঃ নাসিরুল ইসলাম : কুড়িগ্রাম প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।