patrika71 Logo
ঢাকাসোমবার , ১৪ জুন ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. কবিতা
 10. করোনাভাইরাস
 11. কৃষি
 12. খেলাধুলা
 13. চাকরী
 14. জাতীয়
 15. টেকনোলজি
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন ভিত্তিক গেম ফ্রী ফায়ার পাবজি আসর বসেছে বিভিন্ন স্থানে

পত্রিকা একাত্তর ডেক্স
জুন ১৪, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মনজুর লিটন : বর্তমান করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে স্কুল কলেজের পড়ুয়া ছাত্রদের মোবাইল আসক্ত হওয়ার কারণে অনলাইন ভিত্তিক গেম ফ্রী ফায়ার পাবজি গেমের আসক্ত হয়ে পড়েছে স্কুল-কলেজের ছাত্ররা।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্নস্থানে ঘুরে দেখা যায় উড়তি তরুণ স্কুল কলেজের ছাত্ররা একত্রে জটলা বেঁধে ফ্রী ফায়ার পাবজি গেম খেলে। এরকম আগৈলঝারা অনেক স্থানেই দেখা যায়।

সরোজমিনে দেখা যায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের নিরঞ্জন স্কুল সহ বিভিন্ন স্কুল মাঠে ছাত্ররা জটলা বেদে অনলাইন গেম খেলছে এটি দেখতে মেলার মতই। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাস এর নামে ছাত্রদের হাতে স্মার্ট ফোন কিনে দিতে বাধ্য হয় অভিভাবক। আর সেই সুবাদেই ছাত্ররা অনলাইন ক্লাস এর বদলে আসক্ত হয়ে পড়ছে ফ্রী ফায়ার গেমে।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় অনলাইন ক্লাস এর কারনে স্মার্ট ফোন সন্তান দের হাতে কিনে দিতে বাধ্য হয়। কিন্তু তার অপব্যবহার করে ফ্রী ফায়ার পাপজি অনলাইনে ব্যাস্থ থাকে। ইন্টারনেট ও গেমস এর টাকা দিতে বাধ্য হয় অভিভাবক।