গ্রেট ফাদার গ্রেট সন’ পেলেন হরিদেবপুর ইউপির চেয়ারম্যান ইকবাল


বিভাগীয় ব্যুরো প্রধান প্রকাশের সময় : ১৭/১১/২০২২, ১১:৩৬ অপরাহ্ণ / ৯০
গ্রেট ফাদার গ্রেট সন’ পেলেন হরিদেবপুর ইউপির চেয়ারম্যান ইকবাল

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেট ফাদার গ্রেট সন’ প্রদান করা হয়েছে।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর অফিসের আয়োজনে নগরীর ধাপ এলাকায় রাইয়ান্স হোটেল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, স্নেহা নার্সিং কলেজ ও স্নেহা মানসিক হাসপাতালের সিইও মনোয়ারুল কাদির মাসুম, জাপা নেতা মেজবাহুল ইসলাম মিলন, শামীম ছিদ্দিকী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার বগুড়া অফিস প্রধান আবু সাঈদ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার রংপুর অফিস প্রধান মহিউদ্দিন মখদুমী, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাব্বির ও সাধারণ সম্পাদক চপল প্রমুখ।

জানা গেছে, ইকবাল হোসেন রংপুর জেলার সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর গ্রামে ১৯৭৭ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম বদিউজ্জামান জামাল হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে ১১টি ইউনিয়ন পরিষদ এবং রংপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। বর্তমান তার শাসনের ৮টি ইউনিয়ন পরিষদ রংপুর সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্ত।

তদানিন্তন সময়ে একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে বদিউজ্জামান জামালের সততা, নিষ্ঠা ও বিপদে আপদে জনগণের পাশে থাকায় জনপ্রিয়তার বিরাট ব্যাপ্তি ছিল। তার শাসনের সময়কার যারা এখনো বেঁচে আছেন তারা মরহুম বদিউজ্জামান জামালের উজ্জ্বল কাজ গুলোর স্বাক্ষী হিসেবে নতুন প্রজন্মকে গল্প হিসেবে শুনিয়ে থাকেন। তাঁর পুত্র ইকবাল হোসেন ২০১৫ সালে বিপুল জনরায়ে হরিদেবপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

ইকবাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিলে তিলে গড়ে তুলেছেন হরিদেবপুর ইউনিয়ন পরিষদের সেবার কাঠামো। ময়লা- আবর্জনা ও ভুতুরে পরিবেশের কারণে যে পরিষদে দিনের বেলায় জনগণ যেতে দ্বিধাবোধ করত, সেই পরিষদকে তিনি আলোকিত করেছেন। দিন রাত সেবার দ্বার খুলে রেখেছেন। এ ছাড়া উন্নয়ন সমবন্ঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের চাহিত সেবা প্রদান অব্যহত রাখায় দ্বিতীয়বার জনগণ ১১ হাজার ৭৬ ভোট দিয়ে ইকবাল হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

পিতা মরহুম বদিউজ্জামান জামালের অনুসৃতনীতি অবলম্বন করায় হরিদেবপুর ইউনিয়নের বাইরেও ইকবাল হোসেনের সুনাম ছড়িয়ে পড়েছে। পিতার চেতনা এবং জনগণের সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন ইকবাল হোসেন।

সম্ভাবনাময়, মেধাবী ও বুদ্ধিদীপ্ত হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনের জনগণের সেবা করার তুমুল ইচ্ছেকে জাগিয়ে রাখতে দৈনিক মানবকন্ঠ ফাউন্ডেশন রংপুর অফিস তাকে ‘গ্রেট ফাদার গ্রেট সন’ অ্যাওয়ার্ড প্রদান করেন।

পত্রিকা একাত্তর/ হামিদুর রহমান