শুক্রবার ১১ নভেম্বর বিকালে সুশাসনের জন্য নাগরিকের (সুজন)গৌরীপুর উপজেলা কমিটির এক সভা পৌর শহরের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি প্রকৌশলী রিয়াজুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সহ-সভাপতি মজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন তসলিম, সদস্য আব্দুল লতিফ, রুহুল আমীন, মাসুদ আলম ভঁ‚ইয়া, আমিনুল ইসলাম, মমতাজ বেগম, আঃ সালাম, সায়েদুর রহমান খান প্রমুখ।
সভায় এলাকার তরুণ সমাজের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সামাজিক-রাজনৈতিক শক্তি এবং অভিভাবকদের অবিলম্বে সজাগ হওয়ার আহবান জানানো হয়।সভায় পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন সড়ক, বিশেষ করে, রামগোপালপুর থেকে শ্যামগঞ্জ সড়ক সংস্কার, আমন মৌসুমের শুরু থেকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানানো হয়।সভায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠারও দাবী জানানো হয়।
পত্রিকা একাত্তর/মো. হুমায়ুন
আপনার মতামত লিখুন :