মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জেলা প্রতিনিধি, বরগুনা প্রকাশের সময় : ১১/১১/২০২২, ১:৪৯ অপরাহ্ণ / ৭৫
মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনার পাথরঘাটায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এর আগে একটি উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে।পাথরঘাটা মোহনা টিভির প্রতিনিধি ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুমন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, প্রেসকাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাংবাদিক কাজী রাকিব বিন তোহা প্রমুখ।

আয়োজিত মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, মোহনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে সারাদেশে সর্বস্তরের মানুষের কাছে একটি জনপ্রিয় চ্যানেল হিসাবে পরিচিতি পেয়েছে এবং পাথরঘাটা উপকূলীয় এলাকায় পর্যটন ও জেলেদের নিয়ে স্বচিত্র প্রতিবেদনের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোহনা টিভিতে প্রচার করে সমস্যা নিরসনের জন্য প্রতিনিধি সহ মোহনা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পত্রিকা একাত্তর/Tawhidul Islam