ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে দিন ব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল মেলার উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারে ডিজিটাল উদ্ভাবনী সেবার বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ‘লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল,সম্পাদক এস এম আলমগীর,থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইযুম ,মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিঞা, জেলাপরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত ,বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশ গ্রহন করেন।
পত্রিকা একাত্তর / সুজন আহামেদ
আপনার মতামত লিখুন :